• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

স্বামীকে খুঁজে দেওয়ার কথা বলে যুবতীকে দলবেঁধে ধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৯, ১৩:১৬
ধর্ষণ আটক তিন
ধর্ষণের অভিযোগে আটক তিন

চট্টগ্রাম থেকে স্বামীর খোঁজে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে ভিকটিম নিজে বাদী হয়ে গতকাল বুধবার রাতে রামগতি থানায় মামলা করেন।

পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। এর আগে স্থানীয় চর নেয়ামত এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেল্লাল হেসেন, আলাউদ্দিন ও মো. বেল্লাল হোসেন।

ঘটনার শিকার যুবতী চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের বনিনগর গ্রামের বাসিন্দা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, স্বামীর খোঁজে চট্টগ্রাম থেকে বাসে করে এক যুবতী গেল মঙ্গলবার সন্ধ্যায় রামগতির আলেকজান্ডার বাজার এলাকায় আসে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ছেলে করলো ধর্ষণ, মা করালেন গর্ভপাত
---------------------------------------------------------------------

এ সময় বাজার এলাকায় তার স্বামীর খোঁজ করতে থাকে সে। এ সময় স্থানীয় বেল্লাল তাকে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে চরনেয়ামত গ্রামে আলাউদ্দিন নামে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। রাতে ওই বাড়িতেই আরও তিনজনসহ মোট পাঁচজন মিলে তাকে দলবেঁধে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই যুবতী। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে থানায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস
লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক