ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনায় ধরা পড়লো ৬৫ কেজি ওজনের বাঘাইড়

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ , ০২:০৩ পিএম


loading/img
যমুনায় ধরা পড়া ৬৫ কেজি ওজনের বাঘাইড়

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে ৬৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছেন জেলেরা।

বিজ্ঞাপন

গেল মঙ্গলবার রাতে যমুনা নদীর গোসাইবাড়ি এলাকায় মাছটি ধরা পড়ে।

পরে বুধবার সকালে ইসমাইল নামের এক পাইকারি বিক্রেতা মাছটি বিক্রির জন্য বগুড়া শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আনেন। এ সময় মাছটি একনজর দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়েন।

বিজ্ঞাপন

পাইকারি বিক্রেতা ইসমাইল ৭৫ হাজার টাকা দাম হাঁকেন মাছটির। কিন্তু ক্রেতারা কেউই ৫০ হাজার টাকার বেশি দাম বলেননি। পরবর্তী সময়ে তিনি মাছটি কেটে এক হাজার ৫০ টাকা দরে ৬৮ হাজার টাকায় বিক্রি করেন।

এরশাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, দাম বেশি হলেও এতো বড় মাছ কিনতে পেরে আমি খুশি।

বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ভালো দাম পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে আসি। কিন্তু মাছটি আস্ত কেউ না কেনায় সেটিকে কেটে বিক্রি করি।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |