• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

চার দিন পর নড়াইলে বাস চলাচল শুরু

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১০:৫৩
বাস নড়াইল ধর্মঘট
প্রতীকী ছবি

নড়াইলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে বাসস্টেশনে গিয়ে দেখা যায়, নড়াইল থেকে মাওয়া, যশোর, ও খুলনাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু করেছে।

এর আগে নতুন সড়ক আইন-২০১৮ সংশোধনের দাবিতে গত ১৮ নভেম্বর সকাল থেকে নড়াইল জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিকরা।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বাস চলাচল শুরু হয়েছে।

বৈঠকে ১২টি ধারা সংশোধনের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এসব ধারা সংশোধন করা না হলে পরবর্তীতে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই সড়কে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

এজে/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত
সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'
ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার