ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনা কর অফিসে রাতেও ওড়ে জাতীয় পতাকা

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ , ১০:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কর অঞ্চল খুলনার অফিস প্রাঙ্গণে রাতেও ওড়ে জাতীয় পতাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, সরকারি এই অফিসে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে।               

বিজ্ঞাপন

গতকাল সোমবার রাত ১০টার দিকে ওই অফিসের সামনে পতাকা ওড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর অঞ্চল খুলনা অফিসে প্রায়ই রাতে জাতীয় পতাকা ওড়তে দেখা যায়। প্রতিদিন সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা মানছেন না। এ ব্যাপারে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

এ বিষয়ে খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সর্বনাশ! আমি দ্রুত খোঁজ নিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করছি। এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |