• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পত্নীতলায় শিবিরের ৯ নেতাকর্মী আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ১০:৫৭
আটক পুলিশ শিবির
পত্নীতলায় শিবির সন্দেহে আটককৃতরা

নওগাঁর পত্নীতলা উপজেলার একটি মসজিদে অভিযান চালিয়ে শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার আল-হেরাপাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শিবিরের একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই মসজিদে অভিযান চালিয়ে শিবিরের নয়জন নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার জামগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন (২২), কাটাবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আব্দুলাহ আল মামুন (২৬), হাসেন বেগপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোত্তাদির রহমান (২৪), একই গ্রামের শামসুল আলমের ছেলে রাশেদ (২৭), পাটিচড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের উসমান আলীর ছেলে রেজুয়ান (২৮), চকময়েশ গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনোয়ার আলী (২০), বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামের শামসুল আলমের ছেলে হোসেন আলী (২৭) ও পোরশা উপজেলার নিতপুর কপালী মোড় এলাকার ঈব্রাহীমের ছেলে ইয়ামিন(২৩)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরল যুবক
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার