ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আটকের আট ঘণ্টা পর তিন জেলেকে ফেরত দিলো ভারত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ , ০৯:১১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকের আট ঘণ্টার মধ্যে ছাড়া পেয়েছেন তিন বাংলাদেশি জেলে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সকাল আটটায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল চারটায় তাদের ফেরত দিয়েছে ভারত।      

ফেরত আসা জেলেরা হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জের ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত ঘেঁষা রাওথা এলাকার পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে ভারতীয় এলাকায় ঢুকে পড়ায় এই তিন জেলেকে আটক করে ভারতের খাসমহল ক্যাম্পের বিএসএফ। 

রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) জানায়, তাদের ফিরিয়ে আনার জন্য আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার বিকেল চারটায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

বিজ্ঞাপন

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়ায় বিজিবি সম্মত হয়। বৈঠকের মাধ্যমে তিন জেলেকে ফেরত নিয়ে আনা হয়েছে।                              

এর আগে ২৩ নভেম্বর ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বাঘার দুই কৃষককে আটকের পর তাদের বিরুদ্ধে ভারতের জলঙ্গি থানায় মামলা করা হয়েছে।

পরে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেও তাদের ফেরত দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকে ওই দুই কৃষকের নামে মামলা দেওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |