• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শরীরে আগুন দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৫:২৮
তরুণী আত্মহত্যা আগুন
ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জে বিয়ের কয়েক দিন পূর্বে এক তরুণী শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আত্মহত্যার চেষ্টাকারী সাহিদা (২০) বাবুগঞ্জের বাদলা এলাকার সাহেব আলী খানের মেয়ে।

সাহিদার স্বজনরা জানান, কুড়ালিয়া এলাকার বাসিন্দা রহম আলী হাওলাদারের ছেলে কাশেম আলী সাহিদার নানাবাড়িতে কাজের লোক হিসেবে থাকত। সেই সুবাদে সাহিদার সঙ্গে কাশেমের প্রেমের সম্পর্ক হয়। আগামী শুক্রবার তাদের আকদের দিন ধার্য হয়। এদিকে কাশেম কাউকে না বলে পালিয়ে যায়। এতে সাহিদা অভিমান করে গেল মঙ্গলবার রাত নয়টার দিকে নিজ ঘরে বসে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছে, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এই ঘটনায় সাহিদার মা মেহেরজান বিবি ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা