ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শরীরে আগুন দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ , ০৩:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জে বিয়ের কয়েক দিন পূর্বে এক তরুণী শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আত্মহত্যার চেষ্টাকারী সাহিদা (২০) বাবুগঞ্জের বাদলা এলাকার সাহেব আলী খানের মেয়ে।

বিজ্ঞাপন

সাহিদার স্বজনরা জানান, কুড়ালিয়া এলাকার বাসিন্দা রহম আলী হাওলাদারের ছেলে কাশেম আলী সাহিদার নানাবাড়িতে কাজের লোক হিসেবে থাকত। সেই সুবাদে সাহিদার সঙ্গে কাশেমের প্রেমের সম্পর্ক হয়। আগামী শুক্রবার তাদের আকদের দিন ধার্য হয়। এদিকে কাশেম কাউকে না বলে পালিয়ে যায়। এতে সাহিদা অভিমান করে গেল মঙ্গলবার রাত নয়টার দিকে নিজ ঘরে বসে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছে, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এই ঘটনায় সাহিদার মা মেহেরজান বিবি ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |