ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রতারণার ৯ লাখ টাকাসহ ভুয়া মেজর আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ , ০৫:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ভুয়া  মেজর পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়  নয় লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছে একটি ব্যাগে থাকা নয় লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলে বাদশা মিয়াকে মৎস্য অধিদপ্তরে এমএলএসএস  ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে শাহ জামাল মিন্টু প্রথমে সাত লাখ ২০ হাজার টাকা নিয়েছেন এবং আজ নয় লাখ ৩০ হাজার টাকা নিয়েছেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান (সিংক), গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় নয় লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

মিন্টু বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল। প্রকৃতপক্ষে তিনি সেনাবাহিনীর চাকরিচ্যুত একজন সৈনিক।

তার মানিব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |