ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলেকে উদ্ধার, তিন জলদস্যু আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ , ১২:০৬ পিএম


loading/img
নৌ-পুলিশের হাতে আটককৃত জলদুস্যুরা

লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে  অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে

বিজ্ঞাপন

জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ দাবিকৃত তিন জলদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ।

অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা  হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাতে আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে স্থানীয় চর মেঘা থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করা হয়।

আটককৃত জলদুস্যরা হলেন, ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কমলনগরের মতির হাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটকিয়ে চারজন জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে তাদের পরিবারের কাছে বিকাশে ২০-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |