ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিভিন্ন জেলায় বন্ধ পেট্রলপাম্প, প্রথম দিনেই দুর্ভোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০১ ডিসেম্বর ২০১৯ , ১১:৩৭ এএম


loading/img
বিভিন্ন জেলায় বন্ধ পেট্রলপাম্প

তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৬টা থেকে সব পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। প্রথম দিনেই দুর্ভোগের খবর পাওয়া গেছে।   

রাজশাহী 
রাজশাহীতে ধর্মঘটের কারণে সকাল থেকে রাজশাহীর কোনও পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। ফলে জ্বালানি তেল না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে।

বিজ্ঞাপন

অনেকে বলেন, ধর্মঘটের খবর ফলাওভাবে প্রচার না হওয়ায় তারা বিষয়টি বুঝতে পারেননি। যে কারণে সকালে পেট্রোল পাম্পে এসে তেল না পেয়ে তারা বিপাকে পড়েছেন। 

দিনাজপুর
দিনাজপুরে আজ রোববার সকাল ৬টা থেকে দিনাজপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। 

অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে দিনাজপুরে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে উত্তরাঞ্চলের ৮টি জেলার তেল সরবরাহকারী কেন্দ্র দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের তেল হেড ডিপো থেকে তেল নিয়ে যাচ্ছে না কোনও ট্যাংক লরি। এছাড়াও পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানী তেল বিক্রি বন্ধ রয়েছে। 

বিজ্ঞাপন

রংপুর
রংপুরে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে রংপুর মহানগরীর পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকতে দেখা গেছে। কিছু পাম্প খোলা থাকলেও সেখানে জ্বালানি তেল বিক্রয় করা বন্ধ রয়েছে।

রংপুর জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরি টিটু বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচী পালন করা হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে শুধু মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

খুলনা
জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি (ধর্মঘট) শুরু করেছেন জ্বালানি ব্যবসায়ীরা। রোববার (১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করেন ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা।

তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কর্মবিরতি চলাকালে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রয়েছে।

মেহেরপুর 
মেহেরপুরে রোববার সকাল থেকে জেলার সবগুলো ফিলিং স্টেশনে জ্বালানী তেল ডিজেল, পেট্রল, অকটেন বিক্রি হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহন ব্যবহারকারীরা। 

চাষিরা জানান, সামনে বোরো মৌসুম। এখন বিভিন্ন মাঠে স্যালোইঞ্জিন চালিয়ে সেচ কাজ করা হচ্ছে। এভাবে তেল বিক্রয় বন্ধ থাকলে সবচাইতে বেশি বিপাকে পড়তে হবে কৃষকদের। কারণ একদিন পর পর ধানের জমিতে সেচ দিতে হয় তাদের।

মেহেরপুর ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি নুর হোসেন আঙ্গুর জানান, এটি কেন্দ্রের সিদ্ধান্ত। দাবি মানা না হওয়া পর্যন্ত জ্বালানী তেল বিক্রি বন্ধ থাকবে।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ধর্মঘট পালন করেছে ট্যাংক লরি মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা। 

রোববার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা জেলার ২০টি পেট্রলপাম্প বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন পরিবহন চালকরা। 

চুয়াডাঙ্গা পেট্রলপাম্পগুলোর মালিক ও শ্রমিকরা বলছেন, খুলনা বিভাগের ট্যাংক লরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা আজ থেকে এই কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া দাবীর প্রতি সমর্থন জানিয়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবী মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে।

কুষ্টিয়া 
১৫ দফা দাবিতে কুষ্টিয়াতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ট্যাংক লরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা। 
আজ রোববার সকাল ৬টা থেকে কুষ্টিয়া জেলার সকল পেট্রলপাম্পগুলো বন্ধ রয়েছে। জ্বালানি তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহন চালকরা। 

কুষ্টিয়ার পেট্রলপাম্পগুলোর মালিক ও শ্রমিকরা বলছেন, খুলনা বিভাগীয় পর্যায় থেকে এই কর্মবিরতির ঘোষণা দেয়ায় তারা এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তেল পাম্প বন্ধ থাকবে।

হিলি

দিনাজপুরের হিলিতে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি চলছে। আজ সকাল থেকে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। 

জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স বাতিল, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, ট্যাংক লরি চলাচলের পুলিশী হয়রানী বন্ধসহ ১৫ দফা দাবিতে আজ রোববার সকাল থেকে হিলিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সিরাজগঞ্জ
১৫ দফা দাবিতে তেল উত্তোলন, বিপণন ও সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের কারণে রোববার ভোর থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর ওয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ টাঙ্গাইল জেলায় জ্বালানী তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। 

উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির সরকার জানান, দাবি না মানা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

নাটোর
১৫ দফা দাবীতে নাটোরে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

রোববার ভোর ৬টা থেকে একযোগে জেলার সকল পাম্পে এই কর্মসূচি পালন শুরু হয়। এর আগে গতকাল শনিবার রাত ৮টা থেকেই প্রতিটি পাম্প কর্তৃপক্ষ ক্রেতার চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ করেন। এতে করে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

নাটোর জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল প্রামানিক জানান, কেন্দ্রীয়ভাবে রাজশাহীসহ তিনটি বিভাগের জেলাগুলোত অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দেয়া হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি কর্মসূচি চলবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |