ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

পরীক্ষার ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণ, আহত ৬

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ০১ ডিসেম্বর ২০১৯ , ০৮:০২ পিএম


loading/img
ছবি: পরীক্ষার ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পরে তোলা।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের কেমিস্ট্রি ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ রোববার (১ ডিসেম্বর) বিকেলে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিয়ামুল ইসলাম (১৮), মো. সাফি (১৮), তৌহিদ চৌধুরী (১৯), রাকিব হাসান (২০), শাহারীয়ার জসিম (১৯) ও সারোয়ার (২০)। এরা সবাই কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট সূত্রে জানা গেছে, আজ বিকেলে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের কেমিস্ট্রি ল্যাবে ব্যবহারিক পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা চলাকালীন বিকেল ৫টার দিকে ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণে ছয় শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

তবে নওগাঁ সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন নিয়ামুল, মো. সাফি ও তৌহিদ চৌধুরী। আর বাকিদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এজে/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |