নড়াইলে শেষ হলো সুলতান উৎসব
নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো এস, এম সুলতান উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাইফুর রহমান হিলু, সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু।
আলোচনা শেষে স্থানীয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল-শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শিশু কর্মশালা। বিশেষ চাহিদাসম্পন্ন চিত্রশিল্পী মো. সাকি ও জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননাপ্রাপ্ত পাঁচ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দ কর্তৃক শিল্পী এস. এম সুলতানের ওপর তথ্যচিত্র ও আদম সুরত প্রদর্শনী, বাউল গানের আসর, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী ।
জেবি
মন্তব্য করুন