ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নড়াইলে শেষ হলো সুলতান উৎসব

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯ , ১১:৩৪ এএম


loading/img
নড়াইলে সুলতান উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা

নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো এস, এম সুলতান উৎসব।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাইফুর রহমান হিলু, সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু।

আলোচনা শেষে স্থানীয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল-শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শিশু কর্মশালা। বিশেষ চাহিদাসম্পন্ন চিত্রশিল্পী মো. সাকি ও জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননাপ্রাপ্ত পাঁচ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দ কর্তৃক শিল্পী এস. এম সুলতানের ওপর তথ্যচিত্র ও আদম সুরত প্রদর্শনী, বাউল গানের আসর, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী ।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |