• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ওয়াশিং মেশিনে কাপড় পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০৮
কারখানা দু্ঘটনা মাস্টারবাড়ি
মাস্টারবাড়ি এলাকার হাইআরইউ নামের এই কারখানায় দুর্ঘটনা ঘটে

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ওয়াশিং মেশিনে কাপড় পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার ওই সন্ধ্যায় হাইআরইউ নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামনাথপুর এলাকার মো. মতি মিয়ার ছেলে এবং ওই কারখানার ওয়াশিং অপারেটর পদে চাকরি করতেন।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মো.নজরুল ইসলাম মিলনের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ আরটিভি অনলাইনকে জানান, মোস্তাফিজ বিকেল সাড়ে তিনটায় কাজ করতে কারখানায় প্রবেশ করেন। কাজের একপর্যায়ে শরীরের কাপড়ের সঙ্গে টান লেগে ওয়াশিং মেশিনের ভেতর পড়ে যান। এ সময় মেশিনের ভিতর থাকা এ্যাংগেলে জড়িয়ে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
বালুভর্তি ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর
গাইবান্ধায় স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
সন্দ্বীপে যুবদল নেতার মারধরে বিএনপি কর্মীর মৃত্যু