• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৪
আটক চেয়ারম্যান বনখেকো
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করেছে হোয়াইক্যং বিট অফিস।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার তুলাতুলি পাহাড়ে সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুর নেতৃত্বে ৬-৭ জন লোক পাহাড় ও গাছ কাটতে থাকে। সংবাদটি পৌঁছানো মাত্র ওই কর্মকর্তার নেতৃত্বে বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্বে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে গোলাম সরোয়ারসহ তার সহযোগীরা লাটিসোটা নিয়ে বনবিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করতে থাকে। পাশাপাশি ইউনিফর্মের র‌্যাঙ্কব্যাজ ছিড়ে ফেলা হয়। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম সরওয়ার একজন বনখেকো লোক। তিনি এর আগেও বন মামলায় জেল কেটেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সরকারি পাহাড়, গাছ কাটায় লিপ্ত রয়েছেন। অভিযানের সময় পাহাড় ও গাছ কাটার একাধিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল আলম সংবাদের সত্যাতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সরকারি কাজে বাধা, কর্মকর্তা কর্মচারীদের মারধর ও পাহাড় কাটার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী 
হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারী আটক
টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক