• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ১৬

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৯, ১৬:১০
বগুড়ায় পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ১৬
বগুড়ায় পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ১৬ করেছে র‌্যাব।

বগুড়ায় পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১৬ জনকে ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। রোববার দুপুরে নগরীর সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে ৪৮টি হার্ডডিস্কসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ এর বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সপ্তপদী মার্কেটের কম্পিউটারের ভ্রাম্যমাণ দোকানগুলো দীর্ঘদিন ধরে পর্ন ভিডিও সংরক্ষণ এবং সেগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করত। এই অভিযোগে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানগুলোতে পর্ন ভিডিও সংরক্ষণ ও তা অন্যদের কাছে সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়। এ সময় র‌্যাব ৪৮টি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে, যাতে পর্ন ভিডিও সংরক্ষণ করা ছিল।

তিনি আরও জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়