বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই জাদুঘরের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধে এই অঞ্চলের অবদান এতে উল্লেখ থাকবে। আর আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এটির মাধ্যমে জানতে পারবেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর একাধারে যেমন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করবে অন্যদিকে পর্যটন শিল্পকেও আকর্ষণ করবে।
বিজ্ঞাপন
আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর হোসেন সজলসহ আরও অনেকে।
এজে