• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:১৬
স্কুলছাত্রী নির্যাতন মামলা
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে কলারোয়া থানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন, কলারোয়া সদর উপজেলার যুগিবাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে শুভ হোসেন (২২) ও কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের ডাক্তার আমানুল্লাহ আমানের ছেলে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভি (২৪)।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের বাসিন্দা ও কলারোয়া পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

এর আগে রোববার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় চারজনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন, কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মুনছুর আলীর ছেলে গালিব (৩৫) ও কলারোয়া পৌর সদরের আলতাফ হোসেনের ছেলে আল আমিন (১৯)।

মামলার বিবরণীতে জানা যায়, গেল ২০ ডিসেম্বর ধর্ষণের শিকার স্কুলছাত্রী কেনাকাটার জন্য কলারোয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সে কলারোয়া সরকারি কলেজের সামনে পৌঁছালে গালিব ও আল আমিন স্কুলছাত্রীকে জোর করে তরল জাতীয় পানি পান করায়। এরপর থেকে তার শরীর ঝিমঝিম করতে থাকে। বাজার থেকে বাড়ি ফেরার পর তার বমি-বমি ভাব হলে সে পান খাওয়ার জন্য স্থানীয় পানের দোকানে যায়। দোকান থেকে ফেরার পথে শুভ এবং অভি মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক উঠিয়ে তেলকাড়ার বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে শুভ তাকে ধর্ষণ করে খুন করতে উদ্যত হয়। কিন্তু অভি তাতে বাঁধা দিলে তারা তাকে মাহমুদপুর মান্দার তলা ব্রিজের সামনে একটি বাগানে ফেলে রেখে যায়। পরে ওই স্কুল ছাত্রীর মা ও আকাশ নামের এক যুবক তাকে উদ্ধার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল 
মুসলিম ছাত্রলীগ নেত্রীর হেনস্তার ভিডিও হিন্দু মেয়েকে নির্যাতন বলে প্রচার
শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও