ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ময়মনসিংহে দুই জেএমবি সদস্যকে আটক

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ , ০৫:০০ পিএম


loading/img

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে গোপন বৈঠকের সময় দুই জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আটককৃত দুই জেএমবি সদস্য হলেন- আয়াতুল্লা আল কাদির (১৯) ও আবু আব্দুল্লাহ মো. সোয়াইব (২৫)।

তাদের একজনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা এবং অন্যজনের চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর দিঘারকান্দা বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পিছনে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি নির্মাণাধীন বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। পরে তাদের নিকট থেকে কয়েকটি উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

এজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |