• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ডুবোচরে আটকে পড়া সারবোঝাই জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৩
জাহাজ,নাবিক, উদ্ধার
ডুবোচরে আটকে পড়া লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ থেকে উদ্ধার হওয়া ১৪ নাবিক। ছবি: আরটিভি অনলাইন

বাগেরহাটে ইউরিয়া বোঝাই আটকে পড়া গ্রাউন্ডেড লাইটার থেকে ১৪ জন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার সকালে শরণখোলা উপজেলার মেহের আলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- মো. জামাল হোসেন, উজ্জ্বল হোসেন, সালমান মোল্লা, হারূন মোল্লা, হাসান শেখ, মাকিবুল ইসলাম, মানিক হোসেন, ইমাম হোসেন, আরাফাত হোসেন, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর, রবিন শেখ, রাকিবুল ইসলাম, আরিফ হোসেন।

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, ১৪ জন ক্রু ও ৯৫০ টন ইউরিয়া সারসহ লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ ডুবোচরে আটকে পড়েছে এমন সংবাদ পাওয়ার পর কোস্টগার্ডের স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল সকালে ১৪ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের জাহাজের মালিক পক্ষের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান: পুলিশ
বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ