ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টাঙ্গাইলে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ , ০৮:৩৮ এএম


loading/img

টাঙ্গাইলে মধুপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার পৌর এলাকার সাথী রোডে রেখা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল ৬০ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়।

দোকান মালিক দুর্লভ কর্মকার জানান, রাত পৌনে ৮টার দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সাত-আটজন মুখ ঢেকে হঠাৎ জুয়েলারি দোকানে প্রবেশ করে। পরে তারা দেশি অস্ত্র বের করে তাকে রড দিয়ে আঘাত করে  দু'টি ব্যাগ করে ৬০ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে ককটেল ফাটিয়ে দৌড়ে উত্তর দিকে চলে যায়। 
ডাকাতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে দ্রুত লোকজন দোকানে এসে ভিড় জমায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মধুপুর থানার এসআই মো. রাসেল জানান, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এ ঘটনায় শহরের চতুর্দিকের বিভিন্ন রাস্তায় অভিযান চালানো হয়। বিভিন্ন থানায় বার্তা পৌঁছে দেয়া হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |