ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ , ০৯:৩৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চারজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, আবদুর রহিম ও নাহিদ হোসাইন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রেনটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ  মুহূর্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। তবে আমরাও তাৎক্ষণিক বিষয়টি জানতে পারিনি। পরে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল তিনটায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটের দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ মুহূর্তে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনের জানালা লক্ষ্য করে বেশ কয়েকটি পাথর নিক্ষেপ করে। এতে দুটি জানালার কাচ ভেঙে চারজন যাত্রী আহত হন। সেসময় ওই বগিতে ছিলেন কয়েকজন চিকিৎসক। পরে তারা দ্রুত চিকিৎসা দিয়ে আহতদের রক্তপাত বন্ধ করেন।

ওসি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা পুরো এলাকায় রেলওয়ে পুলিশের টহল বৃদ্ধি করেছি। এছাড়া এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ বা মামলা হয়নি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |