ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কনটেইনার ওঠা-নামায় নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরের

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ , ১০:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কনটেইনার ওঠা-নামায় নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে যেখানে কনটেইনার ওঠা-নামা হয়েছিল ২৯ লাখ তিন হাজার টিইইউস, ২০১৯ সালে সেটি হয়েছে ৩০ লাখ ৮৮ হাজার টিইইউস। প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

এ সময় তিনি বলেন,  ট্রান্সশিপমেন্টের ব্যাপারে চট্টগ্রাম বন্দর প্রস্তুত। বন্দরের পর্যাপ্ত সক্ষমতা আছে। জানুয়ারি মাসেই চট্টগ্রাম বন্দর ও ভারতের কলকাতা বন্দরের মধ্যে দুটি ট্রায়াল রান হবে। এরপরই নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের সাড়ে চার লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিতব্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) অপারেশনাল কার্যক্রম এ বছর শুরু করা যাবে। ইতোমধ্যে এ প্রকল্পের ৫২ শতাংশ কাজ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। বন্দরের সক্ষমতা বাড়াতে চেষ্টা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |