দিনাজপুরের হিলিতে মুগডালের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন ও কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম।
বিজ্ঞাপন
এ সময় উপজেলার ১৯০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়।
জেবি