• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

দুধ দিয়ে গোসল করে তিনি বললেন আর বিয়ে করবো না

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ১৩:০৯
দুধ আজিজুল স্ত্রী
আজিজুলকে দুধ দিয়ে স্নান করিয়ে ঘরে তুলছেন প্রথম স্ত্রী

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে প্রথম স্ত্রীর কাছে ফিরে আসায় স্বামীকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী।

গেল রোববার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭) ২০০১ সালে একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখেই কাটে তাদের সংসার। ঘর আলো করে দুই সন্তানও হয় তাদের। কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে শিউলি আক্তার নামের অন্য এক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। পরে সংসারে শান্তি ফিরিয়ে আনতে আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এতে খুশি হয় স্থানীয়রা। তারা নিজেদের উদ্যোগে আয়োজন করেন এই অনুষ্ঠানের। যেখানে গ্রামের মানুষকে খিচুড়ি দিয়ে আপ্যায়নও করা হয়। আর প্রথম স্ত্রী তাজ নাহান স্বামী আজিজুলকে রাতে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন।

আজিজুল আরটিভি অনলাইনকে জানান, আমি দুই বিয়ে করেছিলাম। আমি ছোট বউ ছেড়ে দিয়েছি। জীবনের জন্য ভালো হয়ে গেলাম। আল্লাহ আমাকে মাফ করুন। বাকি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে সেই অনুরোধ করেন তিনি। পূর্বের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতেই এই আয়োজন করেন স্ত্রী তাজনাহার ও তার আত্মীয়-স্বজন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
১৬ লাখ টাকার বিনিময়ে কলেজছাত্রীকে ডিভোর্স দিলেন এএসআই!
সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
গাইবান্ধায় স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড