• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৬
নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম

নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি ৩-৪ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে নওগাঁর খুচরা চাল বাজারে। ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন নওগাঁ পৌর খুচরা চাল বাজারের চাল বিক্রেতারা।

চিকন চালের দাম কেজি প্রতি ৩-৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মোটা চালের দাম ২-৩ টাকা বেড়েছে দাবি খুচরা চাল ব্যবসায়ীদের।
গত সপ্তাহে চিকন চাল কাটারি ৪৮ টাকা ও জিরাশাইল ৩৮ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৫২ এবং ৪২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৪২ টাকা কেজি থেকে বেঁড়ে ৪৫-৪৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মোটা চাল স্বর্না পাঁচ ২৮ টাকা এবং ৪৯ ং মোটা চাউল ৩০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৩০ টাকা ও ৩৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা চাল বিক্রেতাদের দাবি, ধানের দাম বৃদ্ধি এবং পাইকারি বাজারে চালের বস্তা প্রতি ১৫০-২০০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে জিরাশাইল চালের বস্তা প্রতি ৮০০ টাকা মণ কিনতে পারলেও এ সপ্তাহে তা বেঁড়ে ১০০০ টাকা মণ প্রতি গুনতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। খুচরা চাল বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

এদিকে খুচরা বাজারে চালের মূল্য বেশি হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। যারা প্রতিদিন কাজ শেষে ঘড়ে ফেরার সময় চাল কিনতে আসেন তাদের গুনতে হচ্ছে কেজি প্রতি বাড়তি টাকা। ফলে তারা আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন।

নওগাঁ পৌর খুচরা চাল বিক্রেতা কৃষ্ণ মণ্ডল আরটিভি অনলাইনকে জানান, চিকন চালের দাম কেজি প্রতি ৩-৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মোটা চালের দাম ২-৩ টাকা বেড়েছে।
চাল বিক্রেতা অখিল মণ্ডল আরটিভি জানান, ধানের দাম বৃদ্ধি এবং পাইকারি বাজারে চালের বস্তা প্রতি ১৫০-২০০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই: এ্যানি
সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ
১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার