খালিয়াজুরীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
নেত্রকোনার খালিয়াজুরীতে জলমহাল দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় মাসুদুর রহমান দুলন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামের নবাব চৌধুরীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদুর রহমান দুলন নেত্রকোনা সদরের মঈনপুর এলাকার ফজলুল করীমের ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, বৃস্পতিবার সন্ধ্যায় মেন্দিপুর ইউনিয়নের বিশুরি জলমহাল ইজারাদারদের মৎস্যখলায় আগুন ধরিয়ে দিয়ে হামলা চালায় বানোয়ারি গ্রামের নবাব চৌধুরীর একটি দল।
জেলার মোহনগঞ্জ উপজেলার করচাপুর গ্রামের অনাবিল মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেয়া ওই জলমহালটি জবর দখলের উদ্দেশে হামলাটি চালানো হয়েছে বলে নবাব চৌধুরীকে প্রধান আসামি করে থানায় মামলা হয়।
ওই সমিতির সাধারণ সম্পাদক অজয় সরকার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবেই মাসুদুর রহমান দুলনকে আটক করা হয়েছে। পরে আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি
মন্তব্য করুন