ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সীতাকুণ্ডে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ , ০৯:০৪ এএম


loading/img
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাডিয়া এলাকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কুমিরা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচা মরিচবোঝাই একটি পিকআপকে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ভোর চারটার দিকে একটি মরিচবোঝাই পিকআপকে পাথরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |