ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ , ০৪:৫৯ পিএম


loading/img

সাতক্ষীরার কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দিন ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে শামসুর রহমান ঢালীর জমি ভাই-বোনদের মধ্যে ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘাতে রূপ নেয়। এ সময় বাবা শামসুর রহমান ঢালী তাদের মারামারি ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |