ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঠাট্টা করার জন্য পুলিশের সাবেক কর্মকর্তাকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক উপ-পরিদর্শক এ কে এম নুরুল আজম চৌধুরী হত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ সোহরাব হোসেন সাদিচ নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে চান্দগাঁওয়ে র‌্যাব-৭ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়,  সোমবার ভোরে রাউজান থেকে সাদিচ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব জানিয়েছেন, তাকে নিয়ে বিভিন্ন সময় ঠাট্টা-বিদ্রূপ করতেন পুলিশের সাবেক কর্মকর্তা নুরুল আজম। আর সেই ক্ষোভ থেকে নুরুলকে হত্যা করেন তিনি।

বিজ্ঞাপন

গেল পাঁচ মাস ধরে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকেন তিনি। পরে গেলো শনিবার ধারালো ছুরি দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তাকে হত্যা করে সাদিচ।

হত্যায় ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এই হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে র‌্যাব।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |