• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সৈয়দপুর বিমানবন্দরে ভালোবাসায় সিক্ত ক্রিকেটার আকবর

নীলফামারী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৫
সৈয়দপুর বিমানবন্দরে ভালোবাসায় সিক্ত ক্রিকেটার আকবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে ১২টা ২২ মিনিটে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাহাদাত হোসেন ও পরিবারের সদস্যগণ।

এছাড়া বিমানবন্দরে আরও ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান।

বিমানবন্দরের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার দর্শককে হাত নেড়ে অভিনন্দন জানান আকবর। ভিড় ঠেলে গাড়িতে ওঠার আগে সবার উদ্দেশে তিনি বলেন- ‘আবার দেখা হবে, কথা হবে’।

আকবরের নেতৃত্বেই প্রথমবারের মতো কোনও বিশ্ব আসরে শিরোপা জেতে বাংলাদেশ।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
পেটে ৩৫৮৮ ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে ধরা
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন