বগুড়ায় বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিমকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রিকেটভক্তরা।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই ক্রিকেটারকে বহনকারী মাইক্রোবাস বগুড়া শহরের প্রবেশমুখ বনানীতে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আলহাজ শেখ, জামিলুর রহমান জামিল, আরিফুর রহমান আরিফ ক্রিকেটারদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এছাড়াও বগুড়ার শত শত ক্রিকেট ভক্তরা বিশ্বকাপজয়ীদের সংবর্ধনা দিতে ফুল ও ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসএস