• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

মাটি কাটতেই বেরিয়ে এলো ২০০ বছরের পুরনো রৌপ্যমুদ্রা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
মাটি কাটতেই বেরিয়ে এলো ২০০ বছরের পুরনো রৌপ্যমুদ্রা
উদ্ধার হওয়া রৌপ্যমুদ্রা

ঝিনাইদহের কালীগঞ্জে ২০০ বছরের পুরনো ৪৩টি সিলভার কালারের রৌপ্যমুদ্রা পাওয়া গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুদিপ দে নামের এক কৃষকের বাড়িতে মাটি কাটার সময় ওই মুদ্রাগুলো পাওয়া যায়।

পরে আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে স্থানীয়দের দাবি, কয়েকশ মুদ্রা পাওয়া গেলেও শ্রমিকরা মাত্র ৪৩টি মুদ্রা দিয়ে বাকিগুলো আত্মসাত করেছে।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক সুদিপ দের বাড়িতে একটি মাটির ঘর ছিল। এই ঘরটি তাদের গত চার পুরুষ আগে তৈরি করা। গত ১৫ দিন আগে সেই ঘরটি ভেঙ্গে মেঝের মাটি কেটে পানের বরজে নেওয়া হচ্ছিল। গতকাল সোমবার দুপুরে মাটি কাটার সময় হঠাৎ কয়েক শত মুদ্রা পাওয়া যায়।

বাড়ির মালিক সুনিল দের ভাই সুদিপ কুমার দে জানান, আমার দাদার বাবা মানে চার পুরুষ আগের গোপলপুর গ্রামে এই মাটির ঘরটি তৈরি করেন। তখন থেকেই পর্যায়ক্রমে এই ঘরে আমরা বসবাস করে আসছি। সম্প্রতি ঘরটি ভেঙ্গে সেই মাটি মাঠের পান বরজে নেওয়া হচ্ছিল। সে সময় মাটির নীচ থেকে রৌপ মুদ্রা বের হয়ে আসে। এ সময় আমার ভাবি করুণা রাণী দে ২৬টি কয়েন পান। যেগুলো সোমবার সন্ধ্যায় সাদা পোশাকের পুলিশ এসে নিয়ে গেছে। পরে রাতে আরও দু’দফায় পুলিশ বাড়িতে এসে তল্লাশি করে।

২নং জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, আমি লোকমুখে শুনেছি কিন্তু নিজে দেখিনি। শুনেছি একটি পুরনো বাড়ির মাটি কাটার সময় রৌপ্য মুদ্রাগুলো বেরিয়ে আসে। যা উপস্থিত সবাই যে যার মতো কুড়িয়ে নিয়ে গেছে।

ঘটনাস্থল থেকে মুদ্রা উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজাত আলী জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই গ্রামে অভিযান চালিয়ে ৪৩টি রৌপ্যমুদ্রা উদ্ধার করা হয়। বাকিগুলো স্থানীয়রা আত্মসাত করেছে। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে ২২টিতে রাণীর ছবি ও ২১টি ব্রিটেনের রাজার ছবি রয়েছে। উদ্ধার করা মুদ্রাগুলো বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে দিয়ে দেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাটি কাটতে গিয়ে মিলল পরিত্যক্ত কামানের গোলা