ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ১০:১৯ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল (৩৪) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মোঃ মানিকের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ বাদে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে। এরপর উদ্ধার করে দ্রুত দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১৪টি মামলা রয়েছে। নিহত শহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |