সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক
সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই বনদুস্যকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন সীমান্ত নদী রায় মঙ্গলের মোহন্তখালী খাল থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোলাম মোল্যা (৩৬) ও জালাল উদ্দীন (৫০)।
এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা জেলে বাবলু গাজী, শহীদ হোসেন ও রেজাউল ইসলামকে উদ্ধার করা হয়।
আটক হওয়া দুই বনদস্যু গোলাম মোল্যা বাগেরহাটের রামপাল উপজেলার ও জালাল উদ্দীন ভারতের বাসিন্দা।
উদ্ধার হওয়া জেলেরা শ্যামনগর উপজেলার কালঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিন দিন আগে মাছ শিকারে গিয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হন কালঞ্চি গ্রামের দুই জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ আরও কিছু জেলেকে নিয়ে গতকাল রোববার রাতে সুন্দরবনে অভিযানে যায় কোস্টগার্ডের সদস্যরা। একপর্যায়ে সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিনি জেলেকে উদ্ধার করে। আটক করা হয় দুই বনদস্যুকে।
আটক বনদস্যুদের বিরুদ্ধে শ্যামনগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জেবি
মন্তব্য করুন