বরিশাল নগরীর বটতলা পুলিশ ফাঁড়ি এলাকার শরিফ বাড়ির কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরে ছাই হয়ে গেছে অন্তত ২০টি ঘর।
বিজ্ঞাপন
দুপুর আড়াইটার দিকে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িসংলগ্ন শরিফ বাড়ির কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, সট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা খবর পেয়ে সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি ঘর পুরোপুরি এবং আংশিক পুরে যায় ছয়টি ঘর।
বিজ্ঞাপন
জেবি