• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জিহাদি বইসহ ছয় শিবির কর্মী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০২০, ১৫:৩৬
আটক শিবির জিহাদি
কুড়িগ্রামে জিহাদি বইসহ আটক শিবির কর্মীরা

কুড়িগ্রামের কলেজ মোড়ের তালতলা এলাকার কয়েকটি মেসে তল্লাশি করে নিষিদ্ধঘোষিত ইসলামি জিহাদি বইসহ চয় শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও নয়জন পালিয়ে গেছে।

আটককৃতরা হলেন ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালেব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ।

এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায়। অন্যরা সবাই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগে বুধবার ভোরে তালতলা এলাকার ছাত্রমেসে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে।

এরপর বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের সদস্যরা কলেজ পাড়ার তালতলা এলাকায় ছাত্রদের কয়েকটি মেসে অভিযান চালায় হয়। এতে স্টাডি হোম মেসে গোপনভাবে বৈঠক চলাকালে তল্লাশি করে ছয়জন শিবির কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অবৈধ ইসলামি জিহাদি বইসহ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তারা নাশকতা করার জন্য পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
বিচারকরা ১১৬ অনুচ্ছেদের কারণে সরকারের কাছে জিম্মি: আইনজীবী
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: বার সভাপতি
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার