কুষ্টিয়ায় আইসিটি মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুষ্টিয়ায় এক এমপির বিরুদ্ধে আপত্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান ওরফে মোমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া শহরের নারকেলতলা এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোমিনুর রহমান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে কুমারখালী থানায় আইসিটি আইনে একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে কুমারখালী থানায় তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক জহিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন। এতে মোমিনুর রহমান মোমিজ ছাড়াও রবি রহমান ও শিমুল আহমেদ খান নামের আরও দু’জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি মোমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে মানহানিকর, মিথ্যা এবং বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ও শেয়ার করার অপরাধে মামলা করেছি।
প্রসঙ্গত, ২০১৫ সালে নারী কেলেঙ্কারির কারণে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হন মোমিনুর রহমান মমিজ।
জেবি
মন্তব্য করুন