• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

টাঙ্গাইলে শেষ হলো কবিদের মিলনমেলা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০২০, ১৪:২৫
কবি বই পুরস্কার
ফাইল ছবি

টাঙ্গাইলে তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কবিতা উৎসব শেষ হয়।

গেলো মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহীদস্মৃতি পৌর উদ্যানে সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে কবিতা উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কবিতা উৎসবের আয়োজন করা হয়।

ভারত থেকে আসা ৬০ জন কবি এবং বাংলাদেশের প্রায় চার শতাধিক কবি-লেখক তিন দিনব্যাপী বাংলা কবিতা উৎসবে অংশ নিয়েছিলেন।

এবার কবি সম্মেলনে ভারতের দুজন কবি পুরস্কার পেয়েছেন। আব্দুল করিম খান স্মৃতি পুরস্কার পেয়েছেন ভারতের কবি সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় পার্থ সারথি গায়েন মৃত্যুলোক-মৃত্যুশোক মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ প্রবন্ধগ্রন্থ লেখার জন্য ভাষা সৈনিক সোফিয়া খান স্মৃতি পুরস্কার পেয়েছেন।

পার্থ সারথি গায়েন বলেন, বাংলাদেশের মানুষ এতো কবিতা শোনে তা ভাবতেই পারিনি। এটা একজন কবিকে অনুপ্রাণিত করে। দেশের সংগঠক আয়োজকদের আতিথেয়তারও প্রশংসা করেন তারা।

পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতি, মৃণাল বসু চৌধুরী, শ্যামল কান্তি দাস, সুকুমার বাগচি, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, কবি বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, কবি মাহবুব সাদিক এবং কবি মাকিদ হায়দার সম্মেলনে অংশ নেন।

সদস্য সচিব কবি মাহমুদ কামাল বলেন, ভারত ছাড়াও সারা দেশ থেকে প্রায় চারশকবি সম্মেলনে যোগ দিয়েছেন।

সবার সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে সম্মেলন শেষ হয়েছে। এছাড়াও তিন দিনব্যাপী বইমেলাও প্রচুর বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
ইস্রাফিল আকন্দ রুদ্রর কাব্যগ্রন্থ ‘বাংলা বিভাগের মেয়ে’
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
আসছে এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই