মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা।
আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ইসলামী শাসন আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার ছানোয়ার হোসেন, সহসভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিন্টুসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, মুসলমান বিদ্বেষী মোদিকে বাংলার মাটিতে কখনোই প্রবেশ করতে দেয়া হবে না। এ দেশে তার আগমন ঘটলে প্রয়োজনে টাঙ্গাইল থেকে তাকে প্রতিহত করা হবে বলে হুমকি দেয়া হয়।
পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএস