• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শুক্রবারের রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি

  ১০ মার্চ ২০২০, ১৮:৪৬
শুক্রবার রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চল স্থগিত
চট্টগ্রাম প্রেসক্লাবে দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড: চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার অনুষ্ঠিতব্য রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড: চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াডে এই অঞ্চলের ৩০০টি কলেজের আড়াই হাজার প্রতিযোগীসহ প্রায় তিন হাজার শিক্ষার্থীর সমাগমের প্রস্তুতি ছিল। অলিম্পিয়াডের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম উপস্থিত থাকার সম্মতি দিয়েছিলেন। দেশের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার মুজিববর্ষের জনসমাবেশের আনুষ্ঠানিকতা সীমিত করেছে। বাংলাদেশ রসায়ন সমিতি দেশব্যাপী ১৩ মার্চের প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে।

ড. জামালউদ্দিন আহমেদ বলেন, ‘একইভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে পূর্ব নির্ধারিত রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার ওই দিনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতার পরবর্তী তারিখ পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
আয়োজিক কমিটির চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব অধ্যাপক ড. এন কে এম আকবর হোসাইন বলেন, রসায়ন শিক্ষাকে সারাদেশে জনপ্রিয় করতে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করে আধুনিক রাষ্ট্র গড়তেই আমাদের অলিম্পিয়াডের এই ধারাবাহিক আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বেনুকুমার দে, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, আঞ্চলিক কমিটির প্যাট্রন আবুল হাসেম, সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক বনগোপাল চৌধুরী ও অধ্যাপক সুভাষচন্দ্র দাশ।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার 
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত  
কমিটি গঠনের আশ্বাসে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত