ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাঁচ মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ১৫ মার্চ ২০২০ , ০৫:০০ পিএম


loading/img
ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার দুপুরে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। আজ ভারত থেকে ৯টি পেঁয়াজ ভর্তি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গাড়িতে ২০ টন করে পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দরের তথ্য কর্মকর্তা তারিকুল ইসলাম।

তিনি জানান, আজ বেলা দেড়টার দিকে পেঁয়াজবাহী ৯টি গাড়ি বাংলাদেশে ঢুকেছে। ভারতের অভ্যন্তরে মোট ৮৮টি পেঁয়াজের গাড়ি বাংলাদেশে ঢুকার অপেক্ষায় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে সর্বশেষ পেঁয়াজের গাড়ি ঢোকে গত ১০ অক্টোবর।

এদিকে, সাতক্ষীরার বাজারগুলোতে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |