পাবনার ঈশ্বরদীর বাইপাস থেকে পাঁচ হাজার লিটার ট্রেনের চোরাই তেলসহ পিন্টু (৩৮) নামের একজনকে আটক করেছেন র্যাব-১২।
মঙ্গলবার সকাল সাতটার দিকে তাকে আটক করা হয়। আটক পিন্টু ঈশ্বরদী শৈলপাড়া মহল্লার রিয়াজ হোসেনের ছেলে।
র্যাব-১২ পাবনা কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে ঈশ্বরদী বাইপাস মোড়ের সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের মিজানুর রহমানের দোকান ও অন্যান্য দোকান থেকে পাঁচ হাজার লিটার ট্রেনের তেলসহ পিন্টুকে আটক করা হয়। তবে দোকানদার মিজানুরকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন।
আটককৃত পিন্টুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
জেবি