মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন প্রশাসন।
বিজ্ঞাপন
তবে উভয়পক্ষের ১০ জন করে ২০ জনের উপস্থিতিতে মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জান যায়, উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের মেয়ে আফিয়া জামান রীমার সঙ্গে ধামরাইয়ের বালিথা গ্রামের মো. জিন্নত আলীর ছেলে মো. জাকির হোসেনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার এ বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন প্রায় পনেরশ’ অতিথি। আর বরপক্ষ থেকে নিমন্ত্রিত ছিলেন আরও ৩৫০ জন।
বিজ্ঞাপন
সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জনস্বার্থে ওই বিয়ের অনুষ্ঠান মসজিদে সম্পন্ন করা হয়েছে।
জেবি