করোনা মোকাবিলায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ১২০০ স্বেচ্ছাসেবক
করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতায় মাঠে কাজ করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ১২০০ স্বেচ্ছাসেবক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে গতকাল (২৪ মার্চ) মঙ্গলবার থেকে স্বেচ্ছাসেবকরা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের কার্যক্রম শুরু করেন।
যেখানে মানুষের গণজমায়েত হয়- যেমন বহদ্দারহাট বাস টার্মিনাল, বিআরটিসি বাস টার্মিনাল, নৌ-ঘাট, রেলওয়ে স্টেশন, এ কে খান, জিইসি, নিউ মার্কেট, আগ্রাবাদ, কাস্টমস, হালিশহর, চকবাজার, নতুন ব্রিজ এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা পর্যায়ে সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলার মানুষকে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। বাস টার্মিনালের বিভিন্ন গাড়ির টিকেট কাউন্টারের লোকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও বাসের হাতলে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। আগামীতে উপজেলা পর্যায়ে ইউনিয়নভিত্তিক লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে।
আজকের কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এমএ ছালাম, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, জেলার ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য এইচ এম. মহিউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, দপ্তর বিভাগীয় প্রধান আবু নাঈম তামজীদ, ক্রীড়া ও প্রচার-প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ ও কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকরা।
আজ থেকে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়কে কন্ট্রোলরুম হিসেবে ঘোষণা করা হয়েছে। কন্ট্রোল রুমের হটলাইন নং- ০১৬৭৫-৬২৮৮৪২
পি
মন্তব্য করুন