ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ১২ এপ্রিল ২০২০ , ০৪:১৯ পিএম


loading/img
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। ছবি: আরটিভি অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার সকালে শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাস মিয়ার গোষ্ঠীর মধ্যে সকালে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হন। আহতরা সরাইল সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন জানান, বর্তমানে ওেই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |