• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফেসবুকে পুলিশকে গালাগাল করায় কলেজছাত্র গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০২০, ১২:৩৬
কলেজছাত্র পুলিশ ফেসবুক
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে পুলিশের ভূমিকা নিয়ে ফেসবুক লাইভে গালাগালি আপত্তিকর কথা বলার অভিযোগে বগুড়ায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম বেলাল হোসেন (২২) তার বিরুদ্ধে গতকাল সোমবার তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল পুলিশের বগুড়া ইউনিটের একটি দল বেলাল হোসেনকে তার নিজের বাড়ি গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় বগুড়া সদর থানায় করা তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বেলাল বাগবাড়ি শহীদ জিয়া কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

সাইবার পুলিশ বগুড়া ইউনিটের পরিদর্শক এমরান মাহমুদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে সবাইকে ঘরে থাকার জন্য সচেতনতামূলক কার্যক্রম চালায় পুলিশ। বেলাল পুলিশের এই কার্যক্রম ব্যঙ্গ করে এবং পুলিশকে গালাগাল করে গেল মাসের শেষের দিকে ফেসবুক লাইভ করেন।

ভিডিওটি সাইবার পুলিশ বগুড়ার নিয়মিত সাইবার মনিটরিং সেলের নজরে এলে তাকে আটক করা হয়। আলামত হিসেবে তার কাছ থেকে ফেসবুক লাইভ করা সেই মুঠোফোন এবং সিমকার্ড জব্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরল যুবক
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
বিশ্ব শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে: প্রেস সচিব