ঢাকা

পটুয়াখালীতে সরকারি চালসহ মহিলা আ’লীগ নেত্রী আটক, কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

বুধবার, ১৫ এপ্রিল ২০২০ , ০৫:৩০ পিএম


loading/img
পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ইউপি সদস্য (মহিলা) ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. লিপি বেগমকে পাঁচ বস্তা সরকারি চালসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ নেত্রীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে সরকারি চালসহ তাকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালী জানান, ইউপি’র সংরক্ষিত আসনের সদস্য লিপি বেগমের ঘর থেকে অবৈধভাবে রাখা পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এই অপরাধে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |