ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রানা প্লাজা ধসের সাত বছর আজ

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ , ০২:৪২ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার সাত বছর পূর্তি আজ। ২০১৩ সালের এই দিনে সকাল প্রায় নয়টার দিকে রানাপ্লাজার নয়তলা ভবন ধসে নিহত হন ১১৭৫ জন শ্রমিক। এই ট্র্যাজেডিতে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

বিজ্ঞাপন

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ সরকারি বিভিন্ন বেসরকারি শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকেরা রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব আয়োজই ছিল সীমিত। আসেনি অন্যান্য বছরের মত দেশি-বিদেশি দর্শনার্থী, শ্রমিক সংগঠন সর্বস্তরের লোকজন।

বিজ্ঞাপন

নিহত শ্রমিকদের স্মরণে আজ সকালে রানাপ্লাজার অস্থায়ী বেদীতে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।

এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে রানা প্লাজার অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সময় সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ উপস্থিত থেকে শহীদ বেদিতে ফুল দেন।

বিজ্ঞাপন

সময় সীমিত আকারে নিহত পরিবারের সদস্যবৃন্দ কয়েকটি শ্রমিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণ সব ধরনের সমাবেশ এড়াতে রানাপ্লাজায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এছাড়াও গতকাল সন্ধ্যায় রানাপ্লাজার অস্থায়ী বেদীতে মোমবাতি প্রজ্বলন করেন বিভিন্ন সংগঠন। সময় সরকারিভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও সরকারি বেসরকারিভাবে নিহত আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |