• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির করোনা তহবিলে ২০ লাখ টাকা জমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০২০, ১৭:১০
ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি, করোনা তহবিলে, টাকা, জমা
২০ লাখ টাকার চেক হস্তান্তরের মুহূর্ত।

করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন দেশের অনেক মানুষ। ইতোমধ্যে সরকারি সহযোগিতার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এগিয়ে আসে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। এরইমধ্যে সংগঠনটির উদ্যোগে উত্তরের আট জেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য গঠিত করোনা তহবিলে জমা পড়েছে ২০ লাখ টাকা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সমিতির দপ্তর সম্পাদক বাংলাদেশ পুলিশের এসপি মো. শহিদুল ইসলামের কাছে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সমিতির সভাপতি ধর্ম সচিব মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবির, সহ স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডিএমপি’র এডিসি মো. হুমায়ুন কবীর মাসুদ, নির্বাহী সদস্য মর্ডান ডিজিটেক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নাফিউল করিম নাফা এবং সদস্য ডিএমপি’র ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার মো. হাসিনুজ্জামান।

সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক আরটিভি অনলাইনকে বলেন, ত্রাণ তহবিলে সমিতির নির্বাহী কমিটির সদস্য ছাড়াও রংপুরের কৃতি সন্তান এবং শুভাকাঙ্ক্ষীরা অর্থ জমা দিয়েছেন। আমাদের এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ তাদের প্রতি আমরা কৃতার্থ। প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এখন নিজেদের এলাকার কর্মহীন অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।

সমিতির দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম জানান, ইতোমধ্যে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী কেনাকাটা সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল সকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় কর্মহীন হয়ে পড়া ৬০০ জন মানুষের খাদ্য সহায়তা দেন রংপুর বিভাগ সমিতির সদস্যরা।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ ডিসেম্বর)
দুই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা