• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ফলের দোকানে র‌্যাবের অভিযান, ১৩ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ০৯:৩২
ব্যবাসায়ী জরিমানা টাঙ্গাইল
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের দোকানে অভিযান চালিয়েছে ্যাব-১২,সিপিসি-৩।

গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ ব্যবসায়ীকে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১২, সিপিসি-- এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের দোকানে অভিযান চালায় ্যাব।

সময় দোকানে নিম্নমানের পণ্য রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ওয়াহেদ আলীর ছেলে আবু বকর সিদ্দিককে পাঁচ হাজার টাকা, সুনীলের ছেলে সুদেপ্ত পালকে ১০ হাজার টাকা, দাস চাঁনের ছেলে শ্রী গনেশকে পাঁচ হাজার টাকা, মজিবুর রহমানের ছেলে মো. জহিরুল হককে ৫০ হাজার টাকা, বুলু মণ্ডলের ছেলে আন্তাজ আলীকে ৩০ হাজার টাকা, ইফাদ আলীর ছেলে মো. রাসেলকে পাঁচ হাজার টাকা, হাবিবুর রহমানের ছেলে হৃদয়কে ২০ হাজার টাকা, জামাল মোল্লার ছেলে মো. শেখ ফরিদকে ৭৫ হাজার টাকা, সুজিব দসের ছেলে রাজিব দাসকে ৫০ হাজার টাকা, সাত চাঁন মণ্ডলের ছেলে শরিফ মণ্ডলকে ১০ হাজার টাকা, একাব্বর আলীর ছেলে মো. শফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা, লনী গোপাল সাহার ছেলে ভুবন সাহাকে এক লাখ টাকা, মফিজ উদ্দিনের ছেলে হাজী নাজিম উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণরোধে অভিযানে সারাদেশে ৩৭ লাখ টাকা জরিমানা 
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২